মিরপুর টেস্টে প্রথম সেশন শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। ১৩৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে প্রোটিয়ারা।
আজ মঙ্গলবার দিনের শুরুটা ভালোভাবেই করে দক্ষিণ আফ্রিকা। কাইলে ভেরাইনে এবং উইয়ান মুল্ডারের ব্যাটে ভর করে ১০০ রানের লিড পার করে প্রোটিয়ারা। এরপর হাসান মাহমুদ টানা দুই বলে দুই উইকেট নিয়ে কিছুটা আশা জাগিয়েছিল। তবে প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে।
৬৫তম ওভারে হাসান মাহমুদের হাতে বল তুলে দেন শান্ত। দুর্দান্ত বোলিংয়ে পঞ্চম বলে মুল্ডার (৫৪) এবং পরের বলে কেশব মহরাজকে আউট করে দলকে খেলায় ফেরান হাসান। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ভেরাইনে।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২৪৩ রান। যেখানে তারা এরই মধ্যে লিড নিয়েছে ১৩৭ রানে। ক্রিজে ১০৫ বলে ৭৭ রানে অপরাজিত আছেন ভেরেইন। তার সঙ্গে ২৫ বলে ৬ রানে অপরাজিত আছেন ডেন পিডট।
এর আগে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে কাইলে ভেরাইনের ১৮ রান এবং উইয়ান মুল্ডারের ১৭ রানে ভর করে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা।