24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

১৫ বছর সাংবাদিকদের লেখার স্বাধীনতা হরণ করা হয়েছিল : রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৫ বছর সাংবাদিকদের লেখার স্বাধীনতা হরণ করা হয়েছিল। তাদের কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সাড়ে ১৫ বছর সাংবাদিকের নির্যাতন করা হয়েছে, যা অতীতে হয় নাই। আমার দেশ পত্রিকা শুধু বন্ধ করে নাই, সেই পত্রিকার সম্পাদককে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। সাংবাদিকদের কথা বলার অধিকার বন্ধ করে দেয়া হয়েছিল।
সাংবাদিকরা হচ্ছে বাংলাদেশের বিবেক। তাদের বার বার আক্রামণ করা হয়েছে। তাদের হামলা-মামলা দিয়ে সরিয়ে রাখা হয়েছিল।

বিএনপির নেতা দুলু বলেন, নাটোরের সাংবাদিকদের কারণে আমি দুলু বাংলাদেশের রাজনীতিতে এখনো বেঁচে আছি। আমাকে একজন রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেজন্য আমি আপনাদের কাছে চির-কৃতজ্ঞ। বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীন ভাবে তাদের লিখনের মাধ্যমে দেশের উন্নয়ন ও সত্য কথা তুলে ধরবে। তারা স্বাধীন ভাবে কাজ করবে। যদি আপনাদের সত্য কাজে কেউ বাঁধা দেয়, আমরা তাদের বিষ দাতঁ ভেঙ্গে দেবো।

দুলু আরও বলেন, অনেক সাংবাদিক ফ্যাসিবাদ সরকারের সময় কিছু সুযোগ-সুবিধা নিয়ে দালালি করেছে। তারা এখন জেলহাজতে রয়েছে। তাদের কারণে আজ সাংবাদিকরা বির্তকির্ত হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা পারভিন নেলি, লাঠি-বাঁশির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

পড়ুন : নাটোরে সাংবাদিকদের ওপর বরখাস্তকৃত এসপির হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন