০৮/০৭/২০২৫, ২০:২০ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:২০ অপরাহ্ণ

১৭ জুন থেকে দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে ঐকমত্য কমিশন

অসমাপ্ত আলোচনা শেষ করতে আগামী ১৭ জুন থেকে দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দল ধাপে ধাপে যোগ দেবে এই আলোচনায়। বৈঠক চলবে ১৯ জুন পর্যন্ত।

রোববার (১৫ জুন) কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে সকাল ১১টা নাগাদ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে প্রথম ধাপের অসমাপ্ত বিষয়গুলোতে ঐকমত্য হওয়ার জন্য আলোচনা করা হবে বলে জানায় কমিশন।

এতে সংবিধানে ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেসব ইস্যুতে ঐক্যমত্যের ওপর গুরুত্বারোপ করা হবে। ১৭, ১৮ ও ১৯ জুন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে চলবে এই বৈঠক।

এর আগে গত ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। যার উদ্বোধন করেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পড়ুন : জুনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় আলোচনা

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন