১৫/১১/২০২৫, ২১:০৫ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

১৮ ঘণ্টায় ৭ ডাকাত গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ

নরসিংদীর মাধবদীতে কান্দাপাড়া গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই আন্তজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানা পুলিশ দ্রুত নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর পলাশ থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে।

ডাকাতির মতো গুরুতর অপরাধের পর এত স্বল্প সময়ে আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে মাধবদী থানা পুলিশ ব্যাপক পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে মত প্রকাশ করেন সুধীজনরা।

এছাড়া, অভিযানের সাফল্যের জন্য মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে। তিনি সারারাত নির্ঘুম থেকে অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছিলেন।

এ গ্রেপ্তার অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মাধবদী থানার এসআই বারেক হাওলাদার, কনস্টেবল ফয়সল, কনস্টেবল মাজাহার, কনস্টেবল শামীম ও কনস্টেবল সোহেল সহ সঙ্গীয় ফোর্স।

ওসি নজরুল ইসলাম বলেন, “ডাকাতির মতো সংগঠিত অপরাধের বিরুদ্ধে মাধবদী থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, নবাগত পুলিশ সুপার মেনহাজুল আলম স্যারের নির্দেশে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আইনশৃঙ্খলা অবনতি গটাবে এমন ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মামলা রজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : মাধবদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন