অন্তর্বর্তী সরকারের অধীন আয়োজিত বিজনেস সামিটকে সফল বলে দাবি করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিনিয়োগ সম্মেলন আপাতত সফল হয়েছে উল্লেখ করে বিনিয়োগের জন্য পাইপলাইন তৈরি হয়েছে বলে দাবি করেন বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর শেষদিনের কর্মসূচি নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধুমতি লাউঞ্জে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সামিট সফল হয়েছে। সামিটের ফলাফল খতিয়ে দেখে বিনিয়োগ খাতকে চিহ্নিত করা হবে। বিনিয়োগকারীদের তালিকা করে ১৮-২৪ মাসের মধ্যে বিনিয়োগ নিয়ে আসতে রোডম্যাপ তৈরি করা হবে বলেও জানান তিনি।
এ সময় বিডার পক্ষ থেকে বলা হয়, অতীতে বৃহৎ মন্ত্রিপরিষদ থাকার কারণে বিনিয়োগাকারীদের বিভিন্ন দফতরে ঘুরতে হতো। এনবিআরসহ বিভিন্ন সরকারি অফিসে কাগজপত্র ছাড় করতে ব্যবসায়ীদের সময়ক্ষেপণ করতে হয়। এই জটিলতা থেকে উত্তরণকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।
বিডার পক্ষ থেকে আরও জানানো হয়, পলিসিসহ যে জটিলতাগুলো নিরসনে বিনিয়োগকারীদের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেগুলো নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবারের সামিটে ৪০০-৪৫০ বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছে। গত সামিটগুলোতে সভা-সেমিনারে নজর ছিল বেশি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এবারের সামিটে জিটুজি ও বিটুবিকে গুরুত্ব দেয়া হয়েছে।
পড়ুন : ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে বাংলাদেশের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর