১৯/০৬/২০২৫, ০:৪১ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:৪১ পূর্বাহ্ণ

১ গোল পরিশোধ করে খেলায় ফিরল বাংলাদেশ  

২-০ গোলে পিছিয়ে পড়েও ১ গোল পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে জমে উঠেছে বাংলাদেশ-সিঙ্গাপুরের ফুটবল লড়াই।

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে ৪৪ মিনিটে বাংলাদেশের জালে গোল করে এগিয়ে যায় সিঙ্গাপুর।

দ্বিতীয়ার্ধে নেমে দাপটের সঙ্গে খেলছিল বাংলাদেশ। কিন্তু কিছুক্ষণ পরেই সিঙ্গাপুর সুযোগ পেয়েই দ্বিতীয় গোল করে। তাই ২-০ গোলে এগিয়ে গেল সিঙ্গাপুর।

এদিন শুরু থেকেই  পাল্টাপালটি আক্রমনে খেলতে থাকে দুই দল। খেলার প্রথমার্ধে বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। তা না হলে খেলার শুরুতেই এগিয়ে থাকতে পারতো স্বাগতিকরা। 

বড় চমক আসে বাংলাদেশ দলের একাদশে। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া রয়েছেন বেঞ্চে। তার বদলে মাঝমাঠে খেলছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম, যিনি এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করছেন। 

প্রবাসী ফুটবলারদের নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, সমিত সোম—তাদের উপস্থিতি যেন ফুটবলপ্রেমীদের আশার আলো দেখাচ্ছে। ম্যাচটি সেই নবজাগরণেরই প্রথম বড় পরীক্ষা।

বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা ভুটানের বিপক্ষে জয়ী দলের একাদশে এনেছেন তিনটি পরিবর্তন। একাদশে জায়গা হারিয়েছেন তাজ উদ্দিন, সোহেল রানা ও জামাল ভূঁইয়া। জায়গা পেয়েছেন শাকিল তপু, মোহাম্মদ হৃদয় এবং অভিষিক্ত সমিত সোম।

নিজেদের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য আজকের ম্যাচ জয়ের সুযোগ যেমন বড়, তেমনি ভবিষ্যতের দল গঠনের জন্যও এটি হতে পারে এক ঐতিহাসিক সন্ধ্যা।

পড়ুন : ফুটবল ঘিরে এমন উৎসব অনেকদিন দেখেনি বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন