১৯/০৭/২০২৫, ৩:০১ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ৩:০১ পূর্বাহ্ণ

২০০ যুদ্ধবিমান নিয়ে ইরানে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি বিমানবাহিনীর প্রায় ২০০টি যুদ্ধবিমান ইরান হামলায় অংশ নেয় বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অবইসরায়েল এবং আল জাজিরা।

এতে বলা হয়, যুদ্ধবিমানগুলো ১০০টিরও বেশি স্থানে ৩৩০টির বেশি গোলা ফেলেছে। 

আইডিএফ পরে ফুটেজও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, শুক্রবার (১৩ জুন) সকালে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান ইরানে হামলার জন্য রওনা হচ্ছে এবং হামলার পর অবতরণ করছে। 

এদিকে, গত কয়েক ঘণ্টায় ইসরাইলে হামলার জন্য ইরান ১০০টিরও বেশি ড্রোন পাঠিয়েছে বলে জানায় তেল আবিব।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এ তথ্য জানিয়েছেন।

ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করার জন্য ইসরায়েলি বাহিনী ‘কাজ করছে’ বলেও জানান তিনি।

ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোনগুলো ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে, ইরানি ড্রোনগুলোকেইসরায়েলের দিকে অগ্রসর হতে দেখা গেছে।

পড়ুন: ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে ইসরায়েলের হামলা

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন