শেরপুরের নকলায় ২১ কেজি নিষিদ্ধ মাদক গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ রবিবার (৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার হলপট্টি মোড়ে একটি সিএনজি চালিত অটোরিক্সায় তল্লাশী চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের আটক করে।

আটককৃতরা হলেন নয়ন মিয়া, রাছেল মিয়া এবং আলামিন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নেত্রকোনা থেকে গাঁজার একটি চালান শেরপুরে আসার গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে শেরপুরের নকলা উপজেলার হলপট্টি মোড়ে বিভিন্ন গাড়ীতে তল্লাশী চালানো হয়। এসময় একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে প্লাষ্টিকের বস্তায় পলিথিনে কসটেপ দিয়ে মোড়ানো ১০ টি প্যাকেটে থাকা ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন জেলায় গাঁজা, মদসহ নানা ধরণের মাদক পাচার করে আসছেন বলে জানান ওই তিন মাদককারবারী।

এ বিষয়ে নকলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।
এনএ/