সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সর্বমোট বিকেল পর্যন্ত ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার বিকেল থেকে আজ বিকেল) অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলা ও এজাহারনামীয় আরও ৯১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে, একটি শুটার গান, একটি কার্তুজ, দুইটি চাকু।
উল্লেখ্য, ডেভিল হান্ট অর্থ ‘শয়তান শিকার’, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনাকে বোঝায়।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান। মূলত ‘ডেভিল হান্ট’ অর্থ ‘শয়তান শিকার’ করা, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এটি দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
এনএ/