মিয়ানমার থেকে ২ সেনা ও ৩১ রোহিঙ্গা নিয়ে, সেন্টমার্টিনে এসে ভিড়েছে একটি ট্রলার। আজ শুক্রবার ভোরে ট্রলারটি এসে পৌঁছায়।
সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান জানান, মিয়ানমারে রাখাইনের মংডু এলাকায়, টানা কয়েকদিন ধরে ব্যাপক সংঘর্ষ চলছে। তাদের গোলাগুলিতে কেঁপে উঠছে কক্সবাজারের সীমান্ত এলাকা। ভারি বৃষ্টিও হচ্ছে। এমন অবস্থার মধ্যে, মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের সংঘাত থেকে প্রাণে বাঁচতে, এই ৩৩ জন এসে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ২ সেনা, দেশটির সীমান্তরক্ষা বাহিনী- বিজিপির সদস্য।
দ্বীপে মিয়ানমারের যাত্রীবাহী একটি নৌকা ভিড়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী। তিনি বলেন, রোহিঙ্গাসহ মিয়ানমারের বিজিপি সেন্টমার্টিনে আশ্রয় নিয়েছে। জানতে পেরেছি, তারা বৃষ্টিতে নৌকার ইঞ্জিন নষ্ট হওয়ায় এখানে নোঙর করেছে। বিষয়টি নিয়ে আমাদের বিজিবি ও কোস্টগার্ড কাজ করছে।
এদিকে আজ দুপুরে কক্সবাজারে টেকনাফ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দ পাওয়া গেছে। সীমান্তের মানুষের আতঙ্ক আরও বেড়েছে।
এখনও সীমান্তে গোলার বিকট শব্দ বন্ধ হয়নি বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান। তিনি বলেন, কয়েক মাস ধরে চলমান মিয়ানমারের যুদ্ধ এখনো চলছে। ফলে এপারে বিকট শব্দ ভেসে আসছে। এর কারণে সীমান্তে বসবাসকারী মানুষের মাঝে ভয়-ভীতি কমেনি।