৩১ দফা বাস্তবায়নে শেরপুর জেলা বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ করেছে। ১১ জুন বুধবার বিকেলে শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এ মিছিল সমাবেশের আয়োজন করে।
জেলার পাঁচ উপজেলা ও চার পৌরসভা বিএনপির নেতাকর্মীরা শহরের শিংপাড়াস্থ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী ও যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাসভবনের সামনে সমবেত হয়ে বিশাল মিছিল শেরপুর শহর প্রদক্ষিণ করে।

পরে শহরের থানার মোড়ে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন।
উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী, সদস্য সচিব প্রফেসর মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, কামরুল হাসান, সাইফুল ইসলাম, ফাহিম চৌধুরী।
প্রধান অতিথি মামুন বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই। এটাই বিএনপির অবস্থান। নির্বাচন এখন জনতার দাবি। বিগত চারটি নির্বাচনে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগন এখন ভোট দিতে চায়। ৩১ দফার মধ্যেই সংস্কার রয়েছে। আমরা জুলাই শহীদদের বিচার চাই। যা চলমান প্রক্রিয়া। কাজেই নির্বাচন পিছানোর কোন কারণ নেই। আর ডিসেম্বর মাসের নির্বাচনের দাবি শুধু বিএনপির একক দাবি নয়, দেশের ৯০ শতাংশের বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।’