১৯/০৭/২০২৫, ১:০৮ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:০৮ পূর্বাহ্ণ

৩১ দফা বাস্তবায়ন ও পদবঞ্চিতদের কমিটিতে অন্তর্ভুক্তির দাবিতে শেরপুরে বিএনপির মিছিল

বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও শেরপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাদের যোগ্য স্থানে অন্তর্ভুক্তির দাবিতে শেরপুর জেলা বিএনপির দুই যুগ্ম আহবায়কের নেতৃত্বে একটি বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শুক্রবার বিকেলে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপমের নেতৃত্বে ওই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।


এসময় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রথমে শহরের নিউমার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়। পরে একটি বিশাল মিছিল বের হয়ে শেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই যায়গায় এসে শেষ হয়। মিছিল শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এমকে মুরাদুজ্জামান মুরাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, ঢাকা বারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জিএইচ হাসান মুকুল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কমিটি উপহার দিয়েছেন সে কমিটিকে ‘আমরা স্বাগত জানাই। তবে আওয়ামীলীগের আমলে জেল জুলুমের শিকার, মামলা হামলার স্বীকার এবং দলের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত অনেকেই পদ বঞ্চিত হয়েছেন। তাই তাদের আহ্অবায়ক কমিটিতে ন্তর্ভুক্ত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আবেদন জানান তারা।

পড়ুন : ৩১ দফা বাস্তবায়নে শেরপুরে বিএনপির বিশাল মিছিল-সমাবেশ

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন