১৪/০৬/২০২৫, ৮:২৩ পূর্বাহ্ণ
28.4 C
Dhaka
১৪/০৬/২০২৫, ৮:২৩ পূর্বাহ্ণ

৩ ঘন্টার ভারি বর্ষণে জলমগ্ন নোয়াখালী শহর, জনদুর্ভোগ

তিন ঘন্টার টানা ভারি বর্ষণে জলমগ্ন হয়ে গেছে পুরো নোয়াখালী শহর। সড়কে পানি জমে এবং দোকানপাটে পানি ডুকে দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা সোয়া ৬ টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত টানা ভারি বর্ষণ হয়। এতে শহরের বেশিরভাগ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। দোকানপাট, বাসাবাড়িতে ডুকে পড়েছে পানি।

মঙ্গলবার রাত ৮টা দিকে সরেজমিন জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে প্লাট রোড়, জজ কোর্ট সড়ক, বড় মসজিদ রোড়, প্রধান সড়কের দু’পাশ, হাউজিং ও লক্ষ্মীনারায়নপুর এলাকা ঘুরে দেখা গেছে, সড়কগুলোর উপর এক থেকে দুই ফুট পানি থই থই করছে। সড়কের পাশের বেশিরভাগ দোকানে পানি ডুকে গেছে। এসময় শহরের গ্র্যান্ড হোটেল এন্ড রেষ্টুরেন্ট, জিহাদ স্টোরসহ প্রায় সবগুলো দোকান থেকে পানি নিষ্কাশন করতে দেখা গেছে।


শহরের ব্যবসায়ীরা বলেন, শহরের প্রত্যেকটি ড্রেন ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে আছে। এছাড়া খালগুলো দখল এবং ময়লা আবর্জনা ফেলে মৃতপ্রায় অবস্থা হয়ে আছে। ফলে বৃষ্টি হলেই শহর ডুবে যাচ্ছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা এন-রাশ এর পরিচালক একরাম হোসেন হৃদয় বলেন, গেল বছরের ভয়াবহ বন্যার ক্ষত এখনো কাটিয়ে তুলতে পারেনি নোয়াখালীবাসী। বর্ষার আগে শহরের ড্রেন ও খালগুলো পরিস্কার ও সংস্কার না করায় এবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বন্যায় পরিনত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জেলা প্রশাসন এবং নোয়াখালী পৌরসভার প্রতি দ্রুত সময়ের মধ্যে শহরের ড্রন এবং খালগুলো পরিস্কারের উদ্যোগ গ্রহণের দাবি তোলেন এই নাগরিক।

নোয়াখালীতে ভারি বৃষ্টিপাত শুরু হয় জানিয়ে জেলা আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সোয়া ৯ টা পর্যন্ত ৩ ঘন্টায় ১৭৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী পাঁচদিন জেলায় মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। যা শেষের দিকে বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে।

পড়ুন : নোয়াখালী জেলা যুবদল সভাপতির সহযোগিতায় ভবন দখলের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন