৪০০ কোটি টাকার মালিক, গণভবনের সাবেক সেই পিয়নের পরিচয় জানা গেছে। নাম জাহাঙ্গীর আলম। বাড়ি নোয়াখালী। নিজ এলাকায় গড়েছেন বিপুল সম্পদ। খামার বাড়ি, ইটভাটা, বহুতল বিলাসবহুল ভবন, জমিসহ স্থাবর-অস্থাবর অনেক সম্পত্তির মালিক তিনি। আর সবই গড়েছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে।
চীন সফর নিয়ে ১৪ জুলাই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি দুর্নীতির প্রতি জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেন। উদাহরণ দিতে গিয়ে তিনি গণভবনের এক পিয়নের কথা বলেন, যিনি এখন ৪০০ কোটির মালিক। তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলেও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেয়া না হলেও তার কার্যালয়ের একাধিক সূত্রের দাবি, সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম। গত ডিসেম্বরে দুর্নীতির দায়ে তাকে অব্যাহতি দেয়া হয়।
জানা গেছে, জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালির চাটখিলে। সেখানে তার অঢেল সম্পত্তির সন্ধান মিলেছে। এলাকার অনেকে জানান, একসময় তাদের পরিবার ছিল খুবই দরিদ্র। বর্তমানে জাহাঙ্গীর আলম অঢেল সম্পত্তি ও টাকা-পয়সার মালিক।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাহাঙ্গীরের উত্থান অনেকের কাছে আলাদীনের চেরাগের মতো। চাটখিলে পৈতৃক ভিটায় করেছেন চারতলা বাড়ি। পাশেই রয়েছে ৭০০ শতক জমি। উপজেলার খিলপাড়া পূর্ব বাজারে রয়েছে কোটি টাকা মূল্যের সম্পদ। জেলা শহরের মাইজদীতে রয়েছে আটতলা বিলাসবহুল ভবন।
জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি মনোনয়ন চেয়েছিলেন। ঐ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি বলা হয়েছিল, তিনি এলাকায় চাকরি-বাণিজ্য, কমিশন বাণিজ্য, প্রাইভেট বিদ্যালয় দখল, জমি দখল, ইটভাটা দখল, টেন্ডারবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত।
নোয়াখালীর চাটখিলের মৃত রহমতউল্লাহর ছেলে-এই জাহাঙ্গীরের বিরুদ্ধে ইতোমধ্যে দুদক তদন্ত শুরু করেছে। জাহাঙ্গীর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে তিনি দেশে না দেশের বাইলে সেটি জানা যায়নি।