৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ শেষে এবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনা অভিমুখে যাত্রা করেছে পরীক্ষার্থীরা। ৪৪তম ভাইভা শেষ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণার দাবি তাদের।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শুরু হওয়া বিক্ষোভের এক পর্যায়ে পিএসসি কার্যলয়ের সামনের সড়কে বসে পড়েন পরীক্ষার্থীরা। বিকাল সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীদের ৭ জনের একটি প্রতিনিধি দল পিএসসি চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলেও দাবি না মানায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পরীক্ষার্থীরা।
তাদের অভিযোগ, ৪৪তম বিসিএসের ভাইভা চলাকালীন সময়েই হুট করেই ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, যা যৌক্তিক। এতে ৪৪তম ভাইভায় যারা অংশ নেবেন তাদের ৪৬তম লিখিত পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি তৈরি হবে বলছেন আন্দোলনকারীরা। একইসাথে পিএসসি সংস্কারের পাশাপাশি বিসিএসের জট কমানোর দাবিও জানিয়েছেন তারা।
পড়ুন : ৪৬তম বিসিএসের পরীক্ষা পেছাতে আন্দোলনের মুখে তিন দিন সময় চাইল পিএসসি