27 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

৪৬ বছরে বিএনপি, ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার বার্তা

প্রতিষ্ঠার ৪৬তম বছরে পা রাখলো বিএনপি। স্বৈরাচারমুক্ত দেশে, কোনো শঙ্কা ছাড়াই এবার জম্মদিন উদযাপন করছে দলটি। নেতারা বলছেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হলেও, নানান ষড়যন্ত্র চলছেই। তাই, সাবধান থাকতে হবে। এটাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা, জানান বিএনপি নেতারা।

পঁচাত্তরে নানান ঘটনা প্রবাহের মধ্যে, সেনাপ্রধান হন মেজর জেনারেল জিয়াউর রহমান। রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে চলে আসেন, ৭ নভেম্বর সামরিক অভ্যুত্থানের পর। প্রধান সামরিক আইন প্রশাসক হন ১৯৭৬ সালের ২৯ নভেম্বর।

পরের বছর রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়াউর রহমান। আয়োজন করেন গণভোটের। পুরোদস্তর রাজনীতিবিদ বনে যেতে, ১৯৭৮ সালে গঠন করেন জাগদল। একই বছর গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। যেখান থেকে নির্বাচিত রাষ্ট্রপতি হন। তিন মাসের মাথায় প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী দল।

১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর, দলের হাল ধরেন তার সহধর্মীনী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনে সফলতা আসে। পরিচিতি লাভ করেন আপোষহীন নেত্রী হিসেবে। ১৯৯০ ও ২০০১ সালে সরকার গঠন করেন তিনি। ১৯৯৬ সালের নির্বাচনেও জয় পায় বিএনপি। তবে, সেই সংসদ টিকেছিলো মাত্র ১২ দিন।

শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায়, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া। ২০২০ সালে সরকারের নির্বাহী আদেশে কারামুক্ত হয়ে, নিজ বাসায় থাকার সুযোগ পান তিনি। শেখ হাসিনার পতনের পর, এখন তিনি মুক্ত।

ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দেড় দশক ধরে আন্দোলন করতে গিয়ে, দলটির শীর্ষ নেতা থেকে অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। হামলা, মামলা আর নির্যাতনের শিকার অসংখ্য নেতাকর্মী। এখন নতুন প্রেক্ষাপটে রাজনীতিতে উজ্জীবিত বিএনপি।

এমন সব ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ৪৬ বছরে পা রাখলো বিএনপি। নেতারা বলছেন, ফ্যাসিবাদ বিদায় হলেও, ষড়যন্ত্র চলছে। তাই, সবাইকে সজাগ থাকতে হবে। এটাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন