আশুলিয়া শিল্পাঞ্চলে ৪৫টি এবং গাজীপুরে ৪টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া, ২৫টি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রমিক আন্দোলনের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় এসব কারখানা ১৩/১ ধারায় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
পুলিশ সুপার বলেন, যেকোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।
অপরদিকে, আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় পার্ল গার্মেন্টস কারখানার সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের দেখা গেছে। ভেতরে শ্রমিকরা দাঁড়িয়ে আছেন।
পোশাক কারখানাগুলো ১৩/১ ধারায় বন্ধ ঘোষণা করায় শ্রমিক আন্দোলন আরও জোরদার হবে বলে মনে করেন গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু।
তিনি জানান, ‘১৩/১ ধারায় কারখানা বন্ধ করা মানে শ্রমিকরা কাজ না করলে বেতন পাবে না। এ ধরনের সিদ্ধান্তে শ্রমিকদের আরও ফুঁসে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনার পথটি প্রায় বন্ধ হয়ে গেছে বলা যায়।