গ্রীষ্মকাল শুরুর আগেই কুয়েতে দিনের তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। তীব্র গরমের কারণে উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে, গত ১ জুন থেকে তিন মাসের জন্য এ সিদ্ধান্ত জানিয়েছে কুয়েতের সরকার। এ সময়ে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা আকাশের নিচে শ্রমিকরা কাজ করতে পারবে না। আদেশ অমান্য করলে ২০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।