২১/০৬/২০২৫, ২৩:২০ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:২০ অপরাহ্ণ

৫ দিন পরে এসে তোদের দেখে নিবো, চোরের হুমকি

তোদের চিনে রাখলাম। ৫ দিন পর এসে তোদের দেখে নিবো। এছাড়াও একজনকে হত্যার হুমকি দিয়েছে বাইসাইকেল চোর। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বাইসাইকেল চুরি করতে এসে ধরার পড়ার পর এভাবেই হুমকি দিয়েছে চোরটি।

চোর নয়ন হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। এ সময় চোরের কাছ থেকে বাইসাইকেলের তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার চাবি উদ্ধার করা হয়েছে।



স্থানীয়রা জানায়, সকাল ১১ টার দিকে শহরের মুনছুর প্লাজা মার্কেটের গলিতে বাইসাইকেল চুরি করতে দেখে এক যুবককে ধরে ফেলে স্থানীয়রা। এরপর উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। মারধর করার সময় ওই চোর সবাইকে হুমকি দেয়।

পুলিশের সামনেই চোর নয়ন হোসেন বলেন, কোর্টে গেলে ৫ দিনের বেশি রাখবে না। এসব মামলায় কিছু হয় না ভাই। ম্যাজিস্ট্রেট আমার কাছে সব শোনবে। তখন আমি সব বলবো।



অয়ন নামে এক যুবক বলেন, বাইসাইকেল চোর ধরা দেখে এসে চোরের কাছে জানতে চেয়েছি যে তুমি কি সাইকেলটি চুরি করেছো? এরপর সে বলে ৫ দিন পর বেরিয়ে আসবো। তারপর তোকে হত্যা করবো। ৫ দিনের বেশি আমাকে রাখতে পারবে না। তোদের সবার চেহারা মনে রাখলাম।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, একটা বাইসাইকেল চোর ধরেছে স্থানীয়রা। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

পড়ুন: ঝিনাইদহ ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ২৫ জন

দেখুন: ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন