ষষ্ঠ উপজেলা পরিষদে তৃতীয় ধাপের ভোট চলছে। কোথাও সংঘর্ষ ও আটকের ঘটনাও আছে। ভোটকেন্দ্রে কর্মকর্তা-আইনশৃঙ্খলা বাহিনীর আনাগোনা থাকলেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে। তবে ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে।
তৃতীয় ধাপে চট্টগ্রামে ৪ উপজেলার ভোট গ্রহণ চলছে। বোয়াখালীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আটক হয়েছেন একজনকে। বাকীগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম।
টাঙ্গাইলে কড়া নিরাপত্তায় ভোট চলছে সদর, দেলদুয়ার এবং নাগরপুর উপজেলায়। সেখানে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বগুড়ায় তিনটি উপজেলায় চলছে ভোটগ্রহণ। এর মধ্যে সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদের ভোট স্থগিত করেছে ইসি। নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারের প্রতীকের অমিল থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।
রংপুরে সদর ও গঙ্গাচড়া উপজেলায় কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক আনাগোনা থাকলেও ভোটার নেই। মাঝেমধ্যে দু একজন এসে ভোট দিচ্ছেন।
কুমিল্লার ৪ উপজেলায় সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে উপস্থিতি খানিকটা বেড়েছে। আর কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও রামু এই তিন উপজেলায় ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।শরীয়তপুরের দুই উপজেলায় শান্তিপুর্ণভাবে চলছে ভোট। প্রথমবার ইভিএমে পেয়ে খুশি নতুন ভোটাররা।
এছাড়া সিলেট, কুমিল্লা, ফরিদপুর, দিনাজপুর, ময়মনসিংহ, লক্ষীপুর, রাঙ্গামাটি, নীলফামারী, নওগাঁ, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ। তবে প্রত্যেকটি এলাকায় ভোটার উপস্থিতি ছিল হতাশাজনক।