আট বছর পর জামিনে কারামুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী। আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
৭৬টি মামলার মধ্যে ৭৫টি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। সর্বশেষ মামলায় তার জামিননামা কারাগারে পৌঁছানের পর তাকে মুক্তি দেয়া হয়।
আসলাম চৌধুরীর মুক্তির খবরে বৃষ্টি উপেক্ষা করে কারা ফটকের সামনে সমবেত হন বিএনপির শত শত নেতাকর্মী। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।