৮ বছর ধরে ভেঙে পড়ে আছে দিনাজপুরের ভুল্লি নদীর সেতু। তাই, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই স্থানীয়দের একমাত্র ভরসা। গত কয়েক বছরে এখানে বেশ কয়েকটি হতাহতের ঘটনাও ঘটেছে। তবে দায়সারা জবাব কর্তৃপক্ষের।

দিনাজপুরের খানসামায় ৮ বছর ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে,
নদী পারাপারের একমাত্র সেতু। পাশে থাকা বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে স্থানীয়দের। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নের সাথে। প্রাণহানির ঘটনা ঘটলেও নেই কর্তৃপক্ষের কোনো উদ্যেগ।
এলজিইডিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে চিঠি দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের পর কাজ শুরুর আশ্বাস উপজেলা নির্বাহী প্রকৌশলীর।
ভুল্লি নদীর ওপরে সেতু নির্মাণ নিয়ে প্রতিশ্রুতি অনেক, নেই উদ্যোগ-বলেন স্থানীয়রা। দুর্ভোগ কমাতে দ্রুত সেতু নির্মাণের দাবি তাদের।
পড়ুনঃ ২২ বছর পর ব্রডির হাতেই উঠল অস্কার
দেখুনঃ প্রেমে ব্যর্থ হয়ে করেননি বিয়ে, ৭৮ বছর বয়সেও ভোলেননি প্রেমিকাকে! |
ইম/