32 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

৮ মাসে কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ২৯৮ জন

কক্সবাজারে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে মারাত্মক আকারে। এই জেলায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে রোহিঙ্গার সংখ্যাই বেশি। চিকিৎসা সেবার চাপ সামলাতে পারছে না সরকারি হাসপাতালগুলো।

পর্যটন নগরী কক্সবাজারে ব্যাপকহারে বেড়েছে ডেঙ্গুর উপদ্রব। একইভাবে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও এ রোগের উৎপাত চলছে ভয়াবহ আকারে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৪ হাজার ২৯৮ জন, এরমধ্যে স্থানীয় ১ হাজার ৪৪৪ জন, রোহিঙ্গা ২ হাজার ৮৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

কক্সবাজার সদর হাসপাতালে সিটে জায়গা না পেয়ে মেঝেতে ডেঙ্গু আক্রান্ত রোগীড় ছড়াছড়ি। আক্রান্তরা বলছেন, সবাই মশার জ্বালায় অতিষ্ঠ। জ্বর, মাথা ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন তারা।

জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, অতিরিক্ত রোগী থাকায় হাসপাতাল ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হচ্ছে। তবে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী রয়েছে।  

দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ চিকিৎসকদের।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন