মাগুরার ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় বিচার ৯০ দিনের মধ্যে হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন,‘আমরা এ ঘটনার বিচারকার্য এবং রায় দ্রুত দেখতে চাই। এতে এই পরিবার ও বাংলাদেশের মানুষ খুশি হবে।’
আজ শনিবার সকালে আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন জামায়াতের আমির। সেখান থেকে সোনাইকুন্ডী গোরস্থানে গিয়ে আছিয়ার কবর জিয়ারত করেন।
এরপর সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আয়োজনে শিশু আছিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের সভাপতিত্ব করেন।
জামায়াতের আমির বলেন, ‘আছিয়ার এই ঘটনায় বাংলাদেশ আজ লজ্জিত। আজকে অপসাংস্কৃতির কারণে আছিয়া এরূপ হত্যাকাণ্ডের শিকার। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে এ ধরনের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা যেত।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘৯০ দিনের মধ্যে বিচার কার্য সমাধান করে রায় কার্যকর করতে হবে। এ ছাড়া এ রকম নরপশুদের সামাজিকভাবে বয়কট করতে হবে।’

পরে আছিয়ার বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করতে যান জামায়াতের আমির। কিন্তু সেখানে তিনি আছিয়ার মায়ের দেখা পাননি। তাকে জানানো হয় শারীরিক অসুস্থতার জন্য আছিয়ার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে চলে আসেন তিনি।
এর আগে প্রথমে মাগুরার শ্রীপুরের সোনাইকুন্ডী জামিয়া উমর বিন খাত্তাব (রা) কবরস্থানে গিয়ে সেখানে আছিয়ার কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।