20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

৯ ব্যাংকের ঘাটতি ১৮ হাজার কোটি টাকা

৯টি তফশিলি ব্যাংক তার চলতি হিসাব রক্ষা করতে পারছে না। এসব ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি ১৮ হাজার কোটি টাকা। অবশ্য, সংকটে থাকা এসব ব্যাংকের ৫টি তারল্য সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। ব্যাংকগুলো প্রায় ৩০ হাজার কোটি টাকা নগদ সহায়তা চায়। অনেক ব্যাংক তার গ্রাহকের চাহিদা মোতাবেক আমানত ফেরত দিতে ব্যর্থ হচ্ছেন।

তারল্য সহায়তা পেতে ৫টি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। যার আওতায়, এসব ব্যাংক, কলমানি মার্কেট থেকে, আর্থিক সূচকে শক্ত ব্যাংক থেকে ঋণ পাবে, যার জিম্মাদার থাকবে খোদ কেন্দ্রীয় ব্যাংক।

তবে, চুক্তির পর দিন জানা গেলে, দেশের ৯ তফশিলি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতির কথা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ঘাটতি পরিমাণ ১৮ হাজার কোটি টাকা। অবশ্য, ব্যাংকগুলো তাদের নগদ টাকার চাহিদা মেটাতে ৩০ হাজার কোটি টাকা সহায়তা চায়।

চলতি হিসাবে ঘাটতিতে থাকা ব্যাংকের তালিকায়, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্ট সিকিউরিটিসহ সহ ৫টি এক সময় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিলো। তাছাড়া এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক সংকটের তালিকায়।

ব্যাংকাররা বলছেন, সংকটে থাকা ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। ফলো আমানতকারীর অনাস্থা বাড়ছে পুরো ব্যাংক নিয়ে। তবে, কেন্দ্রীয় ব্যাংক আর টাকা ছাপিয়ে তাদের নগদ সহায়তা দিচ্ছে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন