19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত

রাশিয়ার পশিমাঞ্চলীয় প্রদেশ ক্রুস্কে ইউক্রেন বাহিনীর হামলায় নিহত হয়েছেন উত্তর কোরিয়ার অন্তত ১০০ জন সেনা সদস্য এবং আহত হয়েছেন আরও ১ হাজার জন।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন এই তথ্যটি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই মাসের শুরুতে রাশিয়ার পক্ষে যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে ১০০ উত্তর কোরিয়ার সৈন্য নিহত হয়েছে। পার্লামেন্টে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফ করার পর এমপি লি সুং-কোয়ান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আরও এক হাজার সেনা আহত হয়েছেন। তাদের মধ্য থেকেও অনেকে মারা যেতে পারেন।

তিনি আরও বলেন, হতাহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। সৈন্যদের ভূখণ্ড এবং ড্রোন যুদ্ধের সাথে পরিচিতির অভাবে হতাহতের সংখ্যা বাড়ছে।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সর্বদা সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ। নভেম্বরে কিম বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সরকার ও সেনাবাহিনীর সাম্প্রতিক পাল্টা আক্রমণ মার্কিন, পশ্চিম এবং কিয়েভকে কঠোর বার্তা দেওয়ার জন্য একটি সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপ।

এনএ/

আরও পড়ুন: ন্যাটোর সদস্যপদ পেতে চায় ইউক্রেন, ট্রাম্প কি রাজি?

দেখুন: কোরিয়ায় চাকরি ও ব্যবসায় এগিয়ে বাংলাদেশি প্রবাসীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন