27 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

তন্ময় তপু, বরিশাল:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সরকারি বরিশাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অতর্কিত হামলার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপু‌রে নগরীর সরকারি বরিশাল কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩ আগষ্ট ছাত্রলীগের সন্ত্রাসী সৌরভ ও ইমরানের নেতৃত্বে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। তারা এর কোনো বিচার পায়নি সে সময়ে। সৌরভ ও ইমরানের নেতৃত্বে তাদের সামনে তাদের ভাইদের মারা হয় এবং মেয়েদের শ্লীলতাহানি করা হয়।

এ সময় তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বলে জানায় এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করে। সুষ্ঠু বিচার না পেলে তারা কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে বলেও জানায়।

মানববন্ধনে সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী মাহাজাবিন খান আরিশা, লামিয়া আক্তার কান্তা, মাশফি শরীফ, তানভির আহাম্মেদ রাফি, তৌহিদুল ইসলাম, তাইবিন ইসলাম, সাজ্জাদ বিন সাখাওয়াত, জাহিদুল ইসলাম, সোহানুর রহমান সেতু, অদ্রিতা ঘোষসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন