অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১০ বছর পর বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়ার নারীরা। সিরিজ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত দুই দল। সফরে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। সব ম্যাচই হবে মিরপুরে। ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে সকাল সাড়ে ৯টায়।