28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

তলানিতে শেয়ারবাজার: বেক্সিমকো শেয়ার কারসাজিতে ঐতিহাসিক অর্থদন্ড

তলানিতে নেমে গেছে দেশের শেয়ারবাজার। টানা পতনে দিশেহারা হয়ে উঠছেন বিনিয়োগকারীরা। দিনের শুরুটা ঊর্ধ্বমুখী আচরণ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেল প্রেসার বেড়েছে মাত্রাতিরিক্ত। যে কারণে অব্যাহত দরপতনে রয়েছে শেয়ারবাজার।


এদিকে শেয়ারবাজারকে তলানি থেকে উঠাতে না পারলেও অনিয়ম-দুর্নীতি, শেয়ার কারসাজির শাস্তি দিতে নজির স্থাপন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজি করায় ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা অর্থদন্ড করেছে নিয়ন্ত্রক সংস্থা। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় তারা হলেন- মারজানা রহমানকে ৩০ কোটি, ট্রেড নেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি, জুপিটার বিজনেসকে ২২ কোটি ৫০ লাখ, এপোলে ট্রেডিংকে ১৫ কোটি ১ লাখ, এ আর টি ইন্টারন্যাশনালকে ৭০ কোটি, আব্দুর রউফকে ৩১ কোটি, ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা জরিমানা করা হয়।


জানা যায়, আজ ৩০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৩৮.২২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৫৮৬.২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৫২.২২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.০১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৩৯.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ২৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৪৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ১৪১ টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ১৫৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৯ শতাংশ বা ৩৩.৬১ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ৬২৪.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৬৩.৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৫৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৫৩.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৭ টির, কমে ১৯৬ টির এবং অপরিবর্তিত রয় ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৯.৭৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৯০ লাখ ৫ হাজার ৪৫৬ টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ১৮৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয় ৫০৩ কোটি ৯০ লাখ ৪১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১৪ কোটি ৪২ লাখ ৫৮ হাজার টাকা।


এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৭ শতাংশ বা ১০৬.২০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৬৫৯.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৪৮০ টাকা।

– সানি আহমেদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন