যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৩ নভেম্বর) এই বৈঠক হয়।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বলেছেন, ‘ট্রাম্প ও বাইডেনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। এটি ছিল একটি অর্থবহ বৈঠক। যুক্তরাষ্ট্র ও বিশ্ব বর্তমানে যেসব বিষয়ের মুখোমুখি হচ্ছে, সেগুলোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।’
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তাড়াতাড়ি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেছেন, তিনি এবং বাইডেন তাদের কথোপকথনের সময় মধ্যপ্রাচ্য সম্পর্কে খুব বেশি কথা বলেছেন। তিনি আরও বলেন, ‘আমরা কোনো অবস্থানে আছি, সে বিষয়ে আমি তার (বাইডেনের) মতামত জানতে চেয়েছি। তিনি আমাকে তা বলেছেন, তিনি খুব আন্তরিক ছিলেন।’
বৈঠকে বাইডেন বলেন, ‘আমরা আগে যেমনটা বলেছি, আমরা একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করছি।’
ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে বলেন, ‘রাজনীতি কঠিন। অনেক ক্ষেত্রে এটা খুব সুন্দর জগত নয়। তবে আজকেরটা সুন্দর।’ ট্রাম্পের প্রত্যাশা যে ক্ষমতা হস্তান্তর অনেক বেশি শান্তিপূর্ণ হবে।
এর আগে, যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশকে কেন্দ্র করে মঙ্গলবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।