Tag: অলিম্পিক

উসাইন বোল্টের গতির তুলনা!

জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট পৃথিবীর দ্রুততম মানবদের একজন। অলিম্পিকে জিতেছেন নয়টি স্বর্ণপদক। বোল্ট ১০০ মিটার ৯.৫৮ সেকেন্ডে এবং ২০০ মিটার ১৯.১৯ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বরেকর্ড নিজের দখলে রেখেছেন। তার ধারেকাছেও নেই আর কোনো স্প্রিন্টার। কিছু প্রাণী এবং মানুষের সাথে এই দ্রুততম মানবের গতির তুলনা করে দেখা যাক।