Tag: পল অ্যালেন

চলে গেলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন মারা গেছেন। নন-হজকিন লিম্ফোমা নামের এক ধরনের ব্লাড ক্যান্সারে ভুগছিলেন তিনি। ২০০৯ সালে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আশাবাদ জানান চিকিৎসক। কিন্তু, সপ্তাহ দুয়েক আগে, আবারো একই রোগে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন। অবশেষে ৬৫ বছর বয়সে সোমবার হার মানলেন অ্যালেন।   পল অ্যালেনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল […]