Tag: ব্যাংকে হামলা

যুক্তরাষ্ট্রে ব্যাংকে হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা যায়। ৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ওহাইও রাজ্যের সিনসিনাটে ব্যাংকের ভেতর গুলি চালায় বন্দুকধারী।   পুলিশ জানায়, বন্দুকধারী ফাউন্টেইন স্কয়ারের কাছে ফিফত থার্ড ব্যাংকে গিয়ে গুলি চালায়। তবে ব্যাংকের লবিতে প্রবেশের আগেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার গুলি বিনিময় হয়।   রয়টার্সের খবরে বলা হয়েছে, […]