Tag: শরীয়তপুরে প্রবাসী নিহত

শরীয়তপুরে অটোবাইক উল্টে প্রবাসী নিহত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অটোবাইক উল্টে জয়নাল আবেদীন মৃধা (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। সোমবার সকালে ঘরিসার ইউনিয়নের হালইসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল ঘরিসারের চর লাউলানি গ্রামের মৃত সিরাজুল মৃধার ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী। নড়িয়া থানার ওসি এ কে এম মঞ্জুরুল হক আকন্দ জানান, ব্যাটারি চালিত অটোবাইকে করে সুরেশ্বর যাচ্ছিলেন জয়নাল। হালইসার এলাকায় […]