Tag: স্টিভ জবস

স্টিভ জবসের স্বাক্ষর করা পোস্টারের দাম ৩০ হাজার ডলার!

১৯৯৬ সালে পিক্সার অ্যানিমেশন স্টুডিও-র তৈরি টয় স্টোরির একটি পোস্টারে অটোগ্রাফ দিয়েছিলেন স্টিভ জবস। সম্প্রতি সেই পোস্টার নিলামে উঠেছিল। সেখানে ৩০ হাজার ডলারেরও বেশি মূল্যে পোস্টারটি বিক্রি হয়েছে। নিলাম সংস্থার পক্ষ থেকে নেট ডি স্যান্ডার্স জানিয়েছে, এটা জবসের স্বাক্ষর করা দ্বিতীয় পোস্টার। আরেকটি পোস্টার যেটি জবস প্রথম স্বাক্ষর করেছিলেন ১৯৯২ সালে, সেটি বিক্রি হয় ২০১৭-তে। নিলামে […]