Tag: bangla

সিলেট ও বগুড়ায় ঝরল আরও ১২ প্রাণ

সড়কে আরেকটি দুঃস্বপ্নের সকাল, দুই জেলায় ঝড়ে গেল ১২ প্রাণ। সিলেটে দুটি বাসের সংঘর্ষে চিকিৎসকসহ মারা গেছেন ৮ জন। এদিকে, বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণহানি সিএনজি অটোরিকশার চারজনের। দুটি দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জন। সকাল সাড়ে ৬টা। ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস বাসের সংঘর্ষ। দুমড়ে-মুচড়ে যায় বাসদুটির সামনের অংশ। ঘটনাস্থলেই […]