Tag: ইরাবতি ডলফিন

ইরাবতীরা কোথায় যাবে তাহলে?

পূজার ছুটিতে কুয়াকাটা বেড়াতে গিয়েছিলাম। ভাল লেগেছে। কুয়াকাটার লোকজন পর্যটকদেরকে এখনো টাকার বস্তা ভাবতে শুরু করেনি, আমার মতো লোকজনদের জন্য ব্যাপারটা স্বস্তির। ভ্রমণকাহিনী লিখতে বসিনি। সাগরতীরে ঘোরার সময় যা দেখলাম, কয়েকটি ছবি তুলে এনেছি সবাইকে দেখানোর জন্য। বইপত্র পড়ে টিভিতে দেখে ডলফিন চিনি ছোটবেলা থেকেই। বিজ্ঞানীরা দাবি করছেন, মানুষের পর ডলফিনই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। […]