Tag: ISIS

আইএস নেতা বাগদাদির বোন আটক

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদ্যপ্রয়াত নেতা আবু বকর আল বাগদাদির বোন রাসমিয়া আওয়াদকে (৬৫) আটক করেছে তুর্কি সেনারা। দেশটির একজন শীর্ষ কর্মকর্তা এ দাবি করেছেন। গত সোমবার (০৪ নভেম্বর) সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আজাজ থেকে আটক করা হয় তাঁকে। তুরস্কের একজন শীর্ষ কর্মকর্তা জানান, রাসমিয়াকে আটকের সময় তার স্বামী ছাড়াও পাঁচ সন্তান ও পুত্রবধূ ছিলেন। […]