- Advertisement -

বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে, কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে সাজ সাজ রব। কবিগুরুর স্মৃতি বিজড়িত এলাকাটি মুখর হয়ে উঠেছে ভক্ত-অনুরাগীদের পদচারণায়। তিন দিনের আয়োজনের আজই শেষ দিন। অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।
কবিগুরুর দীর্ঘ সময় কেটেছে কুষ্টিয়ার শিলাইদহে। তাই, এখানে এসে আবেগে আপ্লুত রবীন্দ্র ভক্ত-অনুরাগীরা।
করোনার ২ বছর পর বিশ্বকবির ১৬১তম জন্মবার্ষিকীর আয়োজন। অনুষ্ঠান হলো পুরোদমে।
এলাকাটিতে রবীন্দ্র গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি রয়েছে। এতে শিলাইদহের গুরুত্ব বাড়বে, মনে করেন স্থানীয়রা।
তিন দিনের আয়োজনে, রবীন্দ্রনাথের কর্মজীবনের উপর আলোচনা, গান, নাচ, কবিতা ও নাটক পরিবেশিত হয়েছে।
- Advertisement -
