
নতুন ব্যান্ড ‘না ফেরার দল’ নিয়ে আসছে বাজে স্বভাব খ্যাত শিল্পী ‘রেহান রাসুল’। সঙ্গে থাকছেন ব্যান্ডের আরেক গায়ক এবং গীতিকার ‘খাজা মারুফ মাহমুদ’। ‘এই রাত’ নামে গানটি লিখেছেন ও সুর করেছেন খাজা মারুফ মাহমুদ ও মেজবাউল ফেরদৌস হাবিব।
ঈদের আগের রাতে ব্যান্ডের অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির টিজার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত বছর মুক্তি পাওয়া নেটওর্য়াকের বাইরে সিনেমায়, রূপকথার জগতে শিরোনামে গান গেয়ে দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পান শিল্পী রেহান রাসুল।
বহু বছর ধরে ব্যান্ড না ফেরার দল গান নিয়ে কাজ করলেও, প্রথমবার ‘এই রাত’ গানটি দর্শকের জন্য রিলিজ করা হচ্ছে। গানটি সম্পর্কে ব্যান্ড সদস্যরা জানান, প্রায় একযুগ আগে এই গানটির কথা ও সুর করা হয়, তবে নানা ব্যস্ততার কারণে গানটি রিলিজ করা হচ্ছিল না।
তবে এবার বন্ধুদের এই ব্যান্ড দলের আবেগ ও অনুভুতিকে শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করতে গানটিকে রিলিজ করা হচ্ছে। এই রাতের পর আরো কিছু গান রিলিজের প্রস্তুতি নিচ্ছে ব্যান্ড- ‘না ফেরার দল’।
স্বনামধন্য নির্মাতা প্রতিষ্ঠান ফায়ারফ্লাইসের ব্যানারে এই রাত গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা মহিম চৌধুরী অনন্ত।
