
পাকিস্তানে দুই দিন আটক থাকার পর গত শুক্রবার ভারতে ফিরেছেন দেশটির বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান। দেশে ফেরার পর থেকেই রাখা হয়েছে দিল্লির সেনা হাসপাতালে, করা হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।
রোববার দেশটির সরকারি সংবাদ সংস্থার খবরে বলা হয়, এমআরআই স্ক্যান করে অভিনন্দনের মেরুদণ্ড ও পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আর মানসিক আঘাত তো রয়েছেই।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, মিগ-২১ থেকে প্যারাশ্যুটে করে নামার পর ওই আঘাত লেগেছে তার। নামার পর স্থানীয় পাক বাসিন্দাদের হাতে অভিনন্দনের হেনস্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই মারধরের ফলেই পাঁজরের এই আঘাত বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, অভিনন্দনের শরীরে পাকিস্তানি সেনারা কোনও চিপ ঢুকিয়ে দিয়ে থাকতে পারে এমনটা আশঙ্কা করা হলেও তেমন কোনও মাইক্রোচিপের অস্তিত্ব মেলেনি মেডিক্যাল রিপোর্টে।
আগামী ১০ দিন সেনা হাসপাতালে থাকতে হবে অভিনন্দনকে। এই কয়েক দিন তার বিভিন্ন ধরনের চিকিৎসা ও পরীক্ষা হবে। এ ছাড়া তাকে পাকিস্তান বাহিনী কী ধরনের জেরা করেছে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
ফাআ/তুখ//ফাআ
