
সাকিব আল হাসান ও নুরুল হাসানের রেকর্ড জুটির পর খালেদ আহমেদ দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে জমিয়ে তুলেছে অ্যান্টিগা টেস্ট। চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩৫ রান আর বাংলাদেশের ৭ উইকেট।
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনে ১১২ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা বাংলাদেশ সকালের সেশনেই হারায় ৪ উইকেট। নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক, লিটন দাসের পর ফেরেন মাহমুদুল হাসানও। কাইল মেয়ার্স ও কেমার রোচ ভাগ করে নেন এই ৪টি উইকেট।
এরপর উইন্ডিজের সামনে দেয়াল হয়ে দাড়ান অধিনায়ক সাকিব এবং উইকেটকিপার নুরুল হাসান সোহান। এই দুই ব্যাটার গড়েন ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। দুজনেই তুলে নেন নিজেদের অর্ধশতক। পরে ৬৩ রানে সাকিবের আউট হওয়ার মধ্যে দিয়ে ভাঙ্গে তাদের ২২১ বলে ১২৩ রানের জুটি। সোহানও করেন ৬৪ রান।
দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাড়ায় ৮৪ রানের। তবে এই সামান্য টার্গেটটি বড় করে দেন পেসার খালেদ আহমেদ। নিজের প্রথম ১১ বলেই তুলে নেন স্বাগতিকদের তিন উইকেট।
বাংলাদেশ দল হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, বোলারদের এমন পারফরম্যান্সে খুশি হলেও ব্যাটার প্রতি নাখোশ।
রাজিবুল ইসলাম/ফই
