
যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায়, ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন তিনি। বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে।
জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠান শেষে, নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে ওয়াশিংটন পৌঁছান বঙ্গবন্ধু কন্যা।
ওয়াশিংটনে প্রবাসীদের দেওয়া নাগরিক সংবর্ধনায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আওয়ামী লীগই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে।
প্রবাসীদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান সরকারপ্রধান। যুক্তরাষ্ট্র থেকে আগামী ৪ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিরাজুম মুনির/ফই
