- Advertisement -

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী বাজেট সাড়ে ৪ লাখ কোটি টাকার হবে, তার পরের বছর তা আরো বড় হবে। মঙ্গলবার রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বড় করার মধ্য দিয়ে কিছু দিনের মধ্যে বাজেটকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা জানান অর্থমন্ত্রী। তবে এজন্য করদাতাদের সহযোগিতা চেয়েছেন তিনি। তিনি বলেছেন, “আগামী পাঁচ বছরের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতায় পৌঁছে যাবো। তখন দেশে কোন গরীব থাকবে না”।
- Advertisement -
