
এক সপ্তাহের ব্যবধানে আবারও চাঁদের উদ্দেশে পাড়ি দেয়ার জন্যে কাউন্টডাউন শুরু করলো ভারতের চন্দ্রযান ২।
সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে জিএসএলভি মার্ক থ্রি রকেট বা বাহুবলীর কাধে চেপে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ২। ইসরো জানিয়েছে, চন্দ্রযানটি ২২ জুলাই দুপুরে রওনা হয়ে পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়াবে । পাঁচটি পাক খাওয়ার পরে ২৩ দিনের মাথায় অর্থাৎ ১৪ অগস্ট সে চাঁদের কক্ষপথের দিকে রওনা দেবে।
২২ সেপ্টেম্বর চাঁদের কক্ষপথে ঢুকবে বাহুবলী। ৬ সেপ্টেম্বর চাঁদে অবতরণ করবে বিক্রম নামে চন্দ্রযানের ল্যান্ডার অংশটি। হিসেব মতো, রওনা দেওয়ার ৫৪ দিন পরে চাঁদে পৌঁছবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই চন্দ্রযান ২ উৎক্ষেপের কথা থাকলেও শেষ মুহূর্তে কারিগরি জটিলতার কারণে অভিযানটি থেমে যায়।
এদিকে চন্দ্রযান ২ এর উৎক্ষেপণ সফল হলে ভারত হবে বিশ্বে চতুর্থ দেশ, যাদের রোভার চাঁদের মাটিতে নামবে। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদে মহাকাশ যান পাঠিয়েছে।
ফাআ/জার/ফাআ
