- Advertisement -

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭১তম জন্মদিন। বর্তমানে তিনি দেশের বাইরে থাকায় তার দল ও সহযোগী সংগঠনগুলো মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলীয় সভাপতির জন্মদিন উদযাপন করবে। তবে এই উপলক্ষে প্রধানমন্ত্রী কেক কাটা বা উৎসব পালন করতে নিষেধ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে গলব্লাডার অপারেশনের পর বিশ্রামে রয়েছেন। সেখানেই তিনি ঘরোয়া পরিবেশে আজকের দিনটি কাটাবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার প্রথম সন্তান শেখ হাসিনা জন্মগ্রহন করেন ১৯৪৭ সালের এই দিনে, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়।
- Advertisement -
