
বাজারে আটা, ময়দা, চাল, ডালের দাম কমার কোনো লক্ষণ নেই। উর্ধ্বগতির হাওয়া লেগেছে মসলার দরদামেও। গুড়োদুধ, সাবানসহ অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়ছেই।
লাগামহীন নিত্যপণ্যের বাজার। ঈদের আগে ভোজ্যতেলে তেলেসমাতিতে বেসামাল হওয়া ক্রেতারা এখনও গুছিয়ে উঠতে পারেননি। কখনো তেল, কখনো বা পেঁয়াজ- একটার ঝাঁঝ কমতেই লাফিয়ে বাড়ছে আরেকটা।
১২০ টাকার চিকন ডাল বিক্রি হচ্ছে ১৩৫ টাকা দরে। ৪৫ টাকার প্যাকেটজাত আটা হাফ সেঞ্চুরি করেছে। দাম কমার কোনো লক্ষণই নেই, উল্টো বাড়ছে গুড়ো দুধ, চিনি, সাবানসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির হাওয়া লেগেছে মসলার বাজারেও। ভরা মৌসুমে চালের বাজারও অস্থির।
বাজারে ৫০ টাকার নিচে নেই কোনো সবজির দাম। ১৫০ টাকায় বিক্রি হচ্ছে গাজর, টমেটো বাজার ভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি। কারওয়ান বাজারে পাশাপাশি দোকানে ব্রয়লার মুরগীর দাম পাওয়া গেল দুই রকম।
বাজার পরিস্থিতি থেকে বাঁচতে, নজরদারি জোরদার করার দাবি সাধারণ মানুষের।
