
আদার দামে চক্ষু চড়কগাছ, পেঁয়াজের ঝাঁঝও ফের তীব্র। সবজি, মাছ, মাংস- কী কিনবে মানুষ? বাজারে গিয়ে, এমন কড়া প্রশ্নের উত্তর খুঁজছেন ক্রেতা। স্বস্তি ফেরার আশা যেনো, কোথাওই নেই। উল্টো হুমকি আছে। সেটা হলো, সামনে ঈদের আগে, দাম বাড়তে পারে আরও।
সারি সারি পেঁয়াজের বস্তা। কে বলবে, দেশে পেঁয়াজের আকাল? গোছগাছে ব্যস্ত দোকানি। কিন্তু, খোলা দোকানে, ক্রেতার দেখা মেলা ভার।
তবে কী মানুষ পেঁয়াজ কিনছে না? পেছনের কথা সবার জানা। দাম তুঙ্গে, এদিকে পকেটে চরম টানাটানি। কোত্থেকে আসবে বাড়তি টাকা?
মনে হতে পারে, আদার আমদানি বুঝি ভালো। কিন্তু, আখেরছোবড়া ক্রেতার কপাল, এখানে আরও চিড়েচ্যাপ্টা। দোকানির অজুহাত, মিয়ানমার-ভিয়েতনামের আদা থাকলেও, চীনের আদা নেই। তাই, বাজার চড়া।
সবজিও কি বিদেশি? ভয়ে ভয়ে প্রশ্ন জাগতে পারে ক্রেতার মনে। না, তেমনটা নয়। তবে, বাজার ঠাসা থাকলেও, দাম সেই দশাসই। আকাশ ছুঁয়ে বসে আছে, সবকিছুর দর।
দেশি মাছের স্বাদ শহুরে ক্রেতা ভুলেছে বহু আগেই। চারদিক চাষের মাছে সয়লাব। তার দামেও পিলে চমকায়। মুরগি, গরু, খাসির মাংস খাবেন? দর জানতে চাইলে, দুশ্চিন্তায় ডুবতে হবে। তবে, কী খাবে মানুষ?
ফারাহ্ হোসাইন/ফই
