
চিরচেনা সৌহার্দের মহিমায় ফিরলো ঈদুল ফিতর। দুই বছর পর স্বরূপে দেশের ঈদগাহ মাঠগুলো। নামাজের পর বিধিনিষেধ ভুলে কোলাকুলিতে স¤প্রীতির বাঁধনে বাঁধা পড়ল মুসল্লীরা। জাতীয় ঈদগাহ মাঠে দেশের প্রধান ঈদ জামাতে ছিলো রোগমুক্তি আর বিশ্বশান্তির প্রার্থণা।
গেলো দুই বছর মহামারির সময়টাতে খোলামাঠে অনুষ্ঠিত হয়নি ঈদের জামাত। এভাবেই কেটে গেছে চারটি ঈদ।এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাইতো প্রায় লাখো মানুষের মিলনে মুখোরিত হলো জাতীয় ঈদগাহ মাঠ। ঈদ জামাতকে কেন্দ্র করে আশপাশের সড়কে ডাইভারশন দেয় পুলিশ। মুসল্লিদের কিছুটা পথ হেঁটে মাঠে আসতে হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিও ছিল চোখে পড়ার মতো।
নামাজ আদায়ের জন্য সকাল ৭টা থেকে থেকে জায়নামাজ হাতে ঈদগাহে ভিড় করেন মুসল্লিরা। তাদের অনেকের হাতে ছাতাও দেখা যায়। ঈদের নামাজ আদায় করতে সন্তানের কাধে ভর করে যেমন প্রবীন পিতা এসেছেন আবার পিতার কোলে চড়ে এসেছেন ছোট্ট সন্তানও। এমনকি নারীদের উপস্থিতিও দেখা গেছে।
জাতীয় ঈদগাহ মাঠে কাধেঁ কাধঁ মিলিয়ে এভাবে নামাজ আদায় করেন প্রায় লাখো মানুষ।
নামাজ শেষে সামাজিক দূরত্ব ভুলে হয়েছে কোলাকুলি। দেখা মিলেছে সৌহার্দ্যের।
জামাত শেষে মোনাজাতে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র নস্যাতের প্রার্থনা করা হয়।
