Home বাংলাদেশ আন্দোলনরত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যেই ফল প্রকাশের আশ্বাস ঢাবি ভিসির

আন্দোলনরত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যেই ফল প্রকাশের আশ্বাস ঢাবি ভিসির

আন্দোলনরত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যেই ফল প্রকাশের আশ্বাস ঢাবি ভিসির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান আগামী নভেম্বরের মধ্যেই ৭ অধিভুক্ত কলেজের ৪র্থ বর্ষের ফল প্রকাশের আশ্বাস দিয়েছেন। আজ রোববার দুপুরে তিনি নিউমার্কেটের সামনে শিক্ষার্থীদের অবরোধস্থলে গিয়ে এই আশ্বাস দেন। ভিসি বলেন, সম্ভব হলে নভেম্বরের আগেই ৪র্থ বর্ষের ফল প্রকাশ করা হবে।

তবে পরীক্ষার ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ঘোষনা না করায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দিয়েছেন শিক্ষার্থীরা।

 

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অধিভুক্ত সাত কলেজের ছাত্ররা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। রোববার সকাল ৯টা থেকে ফলাফল প্রকাশসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা এই বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। সকাল থেকে প্রায় সব সড়কেই তীব্র যানজট দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

অধিভুক্ত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারী তিতুমীর কলেজ,কবি নজরুল কলেজ,সরকারী শহীদ সোহরাওয়ার্দি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী কলেজ ও মিরপুর সরকারি বাংলা কলেজ।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো ১ হাজার ২০০ ছাত্রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, ২য় ও ৪র্থ বর্ষের ফলাফল দ্রুত প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, ৩য় বর্ষের রুটিন প্রকাশ ও অধিভুক্ত ৭ কলেজের স্বতন্ত্র ওয়েবসাইট খোলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here